প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাব-অধিভুক্ত কচুয়া উপজেলার রহিমানগর ডায়াবেটিক সমিতি ও সম্মানিত আলেমদের যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে রহিমানগর শাহজালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেমিনার সমন্বয়ক মোঃ আবু আব্দুল্লাহ নয়নের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতি ও কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী, কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মাওঃ আলমগীর শাহ আলক্বাদেরী, আইনগিরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হক মিয়া, কচুয়া উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ নূরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মনিরুজ্জামান আল ক্বাদেরী। এছাড়া বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহপরান, কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক শাহজী, হাসপাতালের ডাক্তার মোঃ নওশাদ কবীর, প্রফেসর আব্দুল মালেক, প্রফেসর সেলিম পাটওয়ারী প্রমুখ।
বক্তারা ডায়াবেটিস থেকে মুক্তি পেতে মাত্র ২০ টাকা ফি দিয়ে মানবিক সেবা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেমিনারে উপস্থিত ছিলেন এলাকার মসজিদের খতিব ও শিক্ষকবৃন্দ। সেমিনার শেষে ডায়াবেটিক সমিতির সফলতা কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন শাহ মেছবাহুল ইসলাম লতিফী।