প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
![জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আনোয়ার সংবর্ধিত](/assets/news_photos/2022/11/05/image-25543.jpg)
চলতি বছর চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন চাঁদপুর শহরের তালতলা বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসাইন। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী খোদেজা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু নাছের বাচ্চু পাটোয়ারী, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি মির্জা জাকির, সহ-সভাপতি আতাউর রহমান পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য হাসিনা আক্তার, রেবেকা সুলতানা বকুল, রত্না কুন্ডু, শিক্ষক নারগিস আক্তার, কেয়া, মাহবুবা সুলতানা, আছমা আক্তার, অর্পণা রাণী বিশ্বাস, আনোয়ার হোসেন, নাছির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক আনোয়ার হোসাইনকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয়।