রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনীর চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির সদস্য সাবেক যুগ্ম সচিব আয়াত উল্লা মজুমদার, হাজী আঃ আহাদ, খোরশেদ আলম পাটওয়ারী, সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, কলেজের শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন কলেজ গভর্নিংবডির সদস্য আজমুর বেগম, আঃ মান্নানসহ অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।

অতিথির বক্তব্য রাখতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আয়াত উল্যা মুজমদার বলেন, করোনাকাল কাটিয়ে আবারো পুরোদমে পড়ালেখা শুরু হয়েছে। সেই আলোকে শিক্ষার্থীরা কলেজে নিয়মিত ক্লাস করে আবারো নিজেদেরকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরীক্ষার অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ হয়েছে। আমার বিশ্বাস তারা তাদের মেধার মূল্যায়ন করেই ভালভাবে পরীক্ষা দিয়ে নিজের ও কলেজের সুনাম অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়