রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

আলোকিত মানুষ হতে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সিটি কলেজের ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতাবিরোধীদের সকল চক্রান্তকে পদদলিত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশের সকল সেক্টরের অভূতপূর্ব উন্নতি হয়েছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থারও উত্তরোত্তর উন্নতি হচ্ছে। এখন এদেশের ধনী-গরিব সকল বাবা-মায়ের সন্তানরা স্কুলে যায়, সুন্দর পরিবেশে লেখাপড়া করে। সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই, উপ-বৃত্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই চাঁদপুর সিটি কলেজকে আমরা চাঁদপুরের মধ্যে অন্যতম মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোঃ আতাউর রহমান পাটোয়ারী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আলহাজ্ব আব্দুস সালাম, হাবিবুর রহমান, মোয়াজ্জেম, মনির হোসেন তাসলিমা পাটওয়ারী, তাসলিমা আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়