শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০

কে পাচ্ছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন?
প্রবীর চক্রবর্তী ॥

আসন্ন ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন। আজ শুক্রবার ৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের যৌথসভা। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন সেটি জানা যাবে আজ রাতেই। তবুও এ নিয়ে চলছে জল্পনা কল্পনা।

ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৮ নভেম্বর ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ফরিদগঞ্জ নির্বাচন অফিস থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেন ১১ জন। সাধারণ সদস্য পদে পদে ৫১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জনসহ মোট ৭৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বর্তমানে ইউনিয়ন জুড়ে আলোচনা একটাই, দলীয় মনোনয়ন পাবেন কে, আর মনোনয়ন প্রত্যাশীরা তাকিয়ে আছেন ঢাকার দিকে। অধীর আগ্রহে তারা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় ঘোষণার জন্যে। অনেকেই আবার কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে লবিং করছেন। নিজের অবস্থান তুলে ধরে তাদের মন জয়ের চেষ্টা করছেন দলীয় মনোনয়নের জন্যে।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন : উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম সবুজ, উপজেলা যুবলীগের সদস্য শেখ মোদাচ্ছের অপু, তরুণ সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ ইসমাইল, দুইবারের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম। অপরদিকে আওয়ামী লীগের আরো ২ প্রার্থী স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন-সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ রাজন শেখ। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শওকত বিএসসি নির্বাচন করবেন না বলে জানান।

এদিকে তফসিল ঘোষণার পর থেকেই পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। নির্বাচন নিয়ে আলোচনা চলছে এলাকার বিভিন্ন মোড়ের চায়ের স্টল, মুদি দোকানসহ বিভিন্ন আড্ডাস্থলে। আলোচনায় পিছিয়ে নেই পরিবারের লোকজনও।

ইতোমধ্যে দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় এবং খোঁজ-খবর নিয়ে গণসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদের প্রার্থীরা। প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মোবাইলে। এদিকে তফসিল ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়