শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০

আওয়ামী লীগকে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আঃ সামাদ মিন্টু, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ জুয়েল, যুবলীগের হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ইরান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির হোসেন মিজি, ওলামা লীগের সভাপতি মিজানুর রহমান খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান রাজা পাটওয়ারী, কামাল হোসেন মিয়াজী প্রমুখ। সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তারা এদেশকে পুনরায় পাকিস্তান বানানোর স্বপ্ন দেখার সাথে সাথে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠদের নিপীড়ন নির্যাতন করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু শত নির্যাতন সহ্য করেও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহচর যখন অটল ছিলো, তখন তাদের জেলে হত্যা করার মতো নৃশংস কাজ করে। পরবর্তীতে স্বাধীনতাবিরোধীরা এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ যখন আবার সোনার বাংলা হচ্ছে, তখনই বিএনপি-জামাত জোটের মুখে সেই একই ধ্বনি শোনা যাচ্ছে। তাই তাদের প্রতিহত করে অশুভ শক্তিকে ধ্বংস করতে আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এক ও ঐক্যবদ্ধ হয়ে একই পতাকা তলে আসতে হবে। তাই তারা আজকের জেল হত্যা দিবসে আওয়ামী লীগকে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে অসুস্থ নেতৃবৃন্দসহ সকলের জন্য দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়