প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
![রঘুনাথপুর আরাজি বালিয়ায় স্থানীয় ভূমিদস্যুদের তাণ্ডব](/assets/news_photos/2022/11/04/image-25494.jpg)
অন্যের খরিদকৃত সম্পত্তির ফসলি জমি নষ্ট করে ঘর উত্তোলন, শতাধিক বনজ ও ফলদ গাছ কেটে জোরপূর্বক ভূমি দখলের মহোৎসবে নেমেছে রঘুনাথপুর এলাকার চিহ্নিত ভূমি দখলকারীরা।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড রঘুনাথপুর আরাজি বালিয়া গ্রামের তিন গাছতলা এলাকায়। এখানকার আরাজি বালিয়া মৌজার ৯০ শতাংশ জমির চারদিক ঘিরে ৩০টি মেহগনি গাছ, ১০টি শিমুল, ১০টি রেইনট্রি, ৪০টি নারিকেল, ৫টি সিল কড়ই, ১০টি আকাশী গাছ, ১৫টি ছাইত্তানী গাছসহ শতাধিক গাছ কেটে নিয়ে যায় ভূমি দখলকারীরা। জমিটির চারপাশে ২০ বছরের অধিককাল আগে লাগানো গাছগুলোর সারি সারি গোড়া পড়ে আছে।
জমি দখলের বিষয়ে ভুক্তভোগী মোঃ নাছির উদ্দিন খান বলেন, ভূমিদস্যুরা আমার খরিদকৃত ৯০ শতাংশ জমির ফসল নষ্ট করে ও জমিটি ঘিরে শতাধিক কাছ কেটে ফেলে। আমি ২০০৪ সালে হাজী লতিফ খানের ৫ মেয়ে ২ ছেলের কাছ থেকে আরাজি বালিয়া মৌজার বিএস ৪১/৪২ দাগের ৯০ শতাংশ জমিটি ক্রয় করি। জমিটি ঘিরে মেহগনি গাছ ৩০টি, শিমুল ১০টি, রেইন্ট্রি ১০টি, নারিকেল ৪০টি, শীলকড়ই ৫টি, আকাশী কাছ ১০টি, কাঁঠাল গাছ ৫টি, ছাইত্তানী গাছ ১৫টিসহ ১৩৫টি গাছ ছিলো। যেগুলো কেটে ফেলেছে এলাকার চিহ্নিত ভূমি দস্যুরা। ভূমিদস্যু আনিছুর রহমান, আইয়ুব খান, আলমগীর খান, শাহজাহান গাজী, ওছমান গাজী, মোঃ হারুন গাজী বাবুল ঢালীগং জমির ফসলই শুধু নষ্ট করেনি, ২০ বছর পূর্বে লাগানো গাছগুলো তারা কেটে ফেলে। ফসলী জমি নষ্ট করে তারা রাতে রাতে জমির ওপর ঘর তুলেছে। জমি দখলের বিষয়ে আমি চাঁদপুর মডেল থানায় একটি জিডি করেছি। জিডির পর তদন্ত কর্মকর্তা এসআই মুকবুল সরজমিনে এসে দখলকৃত স্থান দেখে গেছেন।
এলাকার কয়েকজন মুরব্বি ও যুবক নাম প্রকাশ না করে বলেন, ভূমিদস্যু আনিছুর রহমান, আইয়ুব খান, আলমগীর খান, শাহজাহান গাজী, ওছমান গাজী, মোঃ হারুন গাজী বাবুল ঢালী গংয়ের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এদের অত্যাচারে এলাকার অনেকেই আজ অতিষ্ঠ। চিহ্নিত এ ভূমিদস্যুরা অন্যের প্রকৃত জায়গাকে নিজেদের জায়গা বলে দখল করে নিচ্ছে।