প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
![প্রফেসর ড. মিজানুর রহমানকে সুজিত রায় নন্দীর শুভেচ্ছা](/assets/news_photos/2022/11/04/image-25492.jpg)
চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় সুজিত রায় নন্দী এ শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ২ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রফেসর ড. মিজানুর রহমানকে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি মনোনীত করা হয়।