শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০

জেলহত্যা দিবসে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন
গোলাম মোস্তফা ॥

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী ও অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে চাঁদপুর পৌর পরিষদ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদলের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুলের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝীর নেতৃত্বে জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়