রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে সাংবাদিকদের সাথে এসিল্যান্ডের মতবিনিময়
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান। বুধবার বিকেলে উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বলেন, আমি মতলব উত্তর উপজেলায় সদ্য যোগদান করেছি। তাই এই উপজেলার অনেক এলাকাই আমার অপরিচিত। আপনারা যারা মতলব উত্তরে সাংবাদিকতা করছেন, সকলেই এই উপজেলার এলাকাগুলো চিনেন। তাই ভূমি সংক্রান্ত যে সকল তথ্য পাবেন আমাকে আগে জানাবেন। আমি আশা করি মতলব উত্তরের জনগণকে ভূমি সেবা প্রদানে সকলের সহযোগিতা পাবো। সেই লক্ষ্যে আমাকে আপনারা সহযোগিতা করবেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ফারুক হোসেন, প্রভাষক আলমাছ মিয়া, জাকির হোসেন বাদশা, মোঃ দ্বীন ইসলাম, আরাফাত আল-আমিন, মমিনুল ইসলাম, ইসমাইল খান টিটু প্রমুখ।

বক্তব্যে সাংবাদিকরা মতলব উত্তর উপজেলার ভূমি-সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতলব উত্তরে অনাকাঙ্ক্ষিত কৃষি জমি বিনষ্ট, সরকারি খাস জমি দখল ও সরকারি খালের বালু উত্তোলনসহ নানা বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন এসিল্যান্ড আল এমরান খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়