প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ০০:০০
![অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার প্রিন্সিপাল অফিসারের বদলি এবং সিনিয়র অফিসারের বিদায় সংবর্ধনা](/assets/news_photos/2022/11/03/image-25439.jpg)
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবু ইউসুফের বদলিজনিত বিদায় এবং সিনিয়র অফিসার মোঃ জাকির হোসেন খানের পিআরএল গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২ নভেম্বর সন্ধ্যায় অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখা কার্যালয়ে নারায়ণপুর বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মজিবুর রহমান মিলন মিঞার সভাপ্রধানে এবং নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলের উপ-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপক ও এসপিও মোঃ রাশেদুল ইসলাম।
বিদায়ী বক্তব্য রাখেন পিআরএলে যাওয়া উক্ত শাখার সিনিয়র অফিসার মোঃ জাকির হোসেন খান এবং বদলিজনিত প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবু ইউসুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী এবং সদ্য সমাপ্ত চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোঃ জাকির হোসেন প্রধানীয়া, এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা মজুমদার, অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোঃ নিজামুল হায়দার, অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার অফিসার মোঃ ইলিয়াস প্রধান, সাবেক কর্মকর্তা মোঃ শরফুদ্দিন মৃধা প্রমুখ। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নারায়ণপুর বাজারের ব্যবসায়ী ও মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কাকন, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিঞা মোঃ মামুন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ব্যাংকের গ্রাহক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শাখা কর্মকর্তাদের আরও পরিশ্রমী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, গ্রাহকরা আমাদের প্রাণ। তাদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে খুশি রাখা আমাদের প্রধান কাজ।
ঋণগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, নিয়ম অনুযায়ী কৃষি ঋণ এবং ব্যবসায়িক ঋণপ্রাপ্তিতে কাজের সহজিকরণ করা হয়েছে। আপনারা ঋণ নিবেন এবং সময়মতো পরিশোধ করে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর পূর্ব বাজার মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন, নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ নোমান খান, কাজী আরিফ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ বিল্লাল হোসেন মানিক, আবির খান প্রমুখ।