প্রকাশ : ০২ নভেম্বর ২০২২, ০০:০০
![জেলহত্যা দিবসে মতলব উত্তর আওয়ামী লীগের কর্মসূচি](/assets/news_photos/2022/11/02/image-25393.jpg)
আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবসে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ নভেম্বর ঘৃণিত জেলহত্যা দিবস মতলব উত্তর উপজেলার সকল ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগ যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালন করবে। বিকেল সাগে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণকে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ করেছেন উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।