প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ০০:০০
![কচুয়ায় জোরপূর্বক বন বিভাগের গাছ কাটার অভিযোগ](/assets/news_photos/2022/11/01/image-25340.jpg)
কচুয়ায় বন বিভাগের গাছ জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন বিভাগের কচুয়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা তাজুল ইসলাম বাদী হয়ে গত ২০ অক্টোবর কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্মারক নং ৩৪/কচণ্ড১৫।
অভিযোগ সূত্রে জানা যায়, বন বিভাগ কর্তৃক ১৯৯৭-৯৮ সালে সৃজিত খিড্ডা বাজার-নোয়াদ্দা পর্যন্ত সামাজিক বনায়নের খিড্ডা বাজারের কাছে জোরপূর্বক দুইটি রেইনট্রি কড়ই গাছ খিড্ডা গ্রামের আলী আহসানের পুত্র আমির হোসেন ও একই গ্রামের দুদ মিয়া তালুকদারের পুত্র আবুল হাছানাত কেটে ফেলে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা কেটে ফেলা গাছ দুটি তেতৈয়া গ্রামে অবস্থিত স’ মিল থেকে উদ্ধার করে কচুয়া বন বিভাগ অফিসে নিয়ে আসে। গাছ দুটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।