প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০০:০০
![কচুয়া প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা](/assets/news_photos/2022/10/29/image-25194.jpg)
কচুয়া প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, মোঃ রাকিবুল হাসান, মানিক ভৌমিক প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মানিক সরকার, মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, আহসান হাবিব সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সাংগঠনিক ইসমাইল হোসেন বিপ্লব, অর্থ সম্পাদক শান্ত ধর, দপ্তর সম্পাদক ওমর ফারুক সাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফরহাদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজিব চন্দ্র শীল, নির্বাহী সদস্য মোঃ হাবিব উল্লাহ হাবিব, মোঃ মফিজুল ইসলাম বাবুল, মেহেদী হাসান সাকিব, আমির হোসেন, আলী আক্কাস তালুকদার, সাধারণ সদস্য আমির হোসেন প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সাধারণ সদস্য মোঃ রাছেল, আবু হানিফ ও সঞ্জিব ভৌমিক অপুসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপদেষ্টা পরিষদ গঠন, কল্যাণ ফান্ড উপ-কমিটি, যাচাই-বাছাই উপ-কমিটি, ব্যাংক একাউন্ট চালু করুন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।