প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই স্লোগানে কচুয়ায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলার সকল কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী র্কমকর্তা মোঃ নাজমুল হাসান, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, কচুয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী, বিল্লাল হোসেন, আবুল হোসেন পাটওয়ারী, বেসরকারি সংস্থা ব্রাক কচুয়া অফিসের শাখা ব্যবস্থাপক খোরশেদ আলম প্রমুখ।