প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ০০:০০
![হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন](/assets/news_photos/2022/10/28/image-25158.jpg)
২৭ অক্টোবর হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদায় ছাত্র-শিক্ষক মিলনায়তনে উদযাপিত হয়েছে। মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মোঃ মাসুদ আহম্মদ বলেন, হযরত মুহাম্মদ (সাঃ)কে আল্লাহ তা’য়ালা মানবতার শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তিনি এমন সময় প্রেরিত হন, যখন সমগ্র আরব রাষ্ট্র অন্ধকারে নিমজ্জিত ছিলো। যে সমাজে মানুষের কোনো প্রকার অধিকার ছিলো না, নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিলো না। ঠিক এমন সময় আল্লাহ তা’য়ালা তাঁকে মানবজাতির পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করেন। পরবর্তীতে তিনি নবুয়তপ্রাপ্ত হন এবং এমন এক কিতাব ও ধর্ম তাঁর ওপর অবতীর্ণ করা হয়, যা সমগ্র বিশ্বের জন্যে অনুকরণীয়। তাঁর দেখানো পথই আমাদের জন্যে আদর্শ। তাঁর বৈশিষ্ট্য আমাদের মাঝে ধারণ করতে হবে, লালন করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ সেলিম, গ্রন্থাগার প্রভাষক মোঃ ফয়েজ আহাম্মদ, সহকারী শিক্ষক শেখ মোঃ মিজানুর রহমান, কলেজ ইমাম মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আবু নোমান মোঃ মফিজুর রহমান। তিনি মোনাজাতে মুসলিম উম্মাহর জন্যে দোয়া করেন। অনুষ্ঠান শেষে তবররুক বিতরণ করা হয়।