প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০
এবারও প্রতি বছরের মতো মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের দিন শিশু-কিশোরদের নতুন বই উপহার দেয়া হয়েছে।
২১ জুলাই ঈদুল আজহার দিন দুপুরে চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে এ বই দেওয়া হয়। ঈদের সালামি হিসেবে এবারসহ ১৯টি ঈদে বই দেওয়া হলো।
উপহার দেওয়া বইয়ের মধ্যে ছিল ছড়া, গল্পসহ বিভিন্ন শিশুতোষ বই। শিশুদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও লেখক সাংবাদিক গাজী মুনছুর আজিজ।
বই পেয়ে খুশির উচ্ছ্বাস প্রকাশ করে নানুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিপা। সে জানায়, বই পড়তে খুব ভালো লাগে তার, ঈদের সালামি হিসেবে নতুন বই পেয়ে খুবই আনন্দিত সে।
২০০১ সালে এ ফাউন্ডেশন (সাবেক গাজী আবদুর রহমান পাঠাগার) প্রতিষ্ঠা করা হয়। এর উদ্যোগে পাঠাগার, গাছের চারা বিতরণ, রোপণ, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ‘ঈদ উৎসব’ ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।