প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![মতলব উত্তরের পাঁচ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা](/assets/news_photos/2022/09/19/image-23530.jpg)
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (মতলব উত্তর উপজেলা) থেকে যাচাই-বাছাইয়ে ৫ জন সদস্যপ্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। ১৮ সেপ্টেম্বর রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন।
৫নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলা থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীগণ হচ্ছেন : ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ উদ্দিন খান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান পাটোয়ারীর ভাতিজা ও রয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মোঃ ঈসা পাটোয়ারী।