প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অর্ন্তগত ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বলেন, আজকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য আমাদের এই আয়োজন। রক্তের গ্রুপ একবার নির্ণয় করলে আর নির্ণয় করতে হবে না। তোমরা তোমাদের রক্তের গ্রুপের রিপোর্টটি যত্ন করে সংরক্ষণ করবা।
তিনি বলেন, মায়েরা সব সময় সন্তানদের অভিভাবক। আমরা চাই আপনাদের সন্তানরা সু-সন্তান হিসেবে গড়ে উঠুক। এ বিষয়ে অভিভাবকরা সচেতন থাকবেন। এখন ফেসবুকের যুগ, ডিজিটাল যুগ। ফেসবুকে কিংবা মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিশুদের পড়ালেখায় মনোযোগী করে তুলতে মায়েদের ভূমিকা অপরিহার্য। সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়নের জন্যে সকল প্রকার সহযোগিতা করা হবে।
মা সমাবেশ শেষে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন উদ্দিন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও অভিভাবক পিজি মোস্তফা, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও অভিভাবক মোঃ সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও অভিভাবক মোঃ আবুল কাসেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও অভিভাবক মোঃ মোস্তফা মিজি, চাঁদপুরস্থ রিয়াদ প্যাথলজি এন্ড এক্স রে ক্লিনিকের প্যাথলজিস্ট (টেকনিশিয়ান) মোঃ সিরাজুল ইসলাম, সহকারী টেকনিশিয়ান মোঃ মানিক দাস, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারী শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কোমলমতী ছাত্র-ছাত্রী ও অভিভাবক, অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১শ’ ৫৭ জন ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করে রির্পোট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।