বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

আওয়ামী লীগের শক্তিশালী সহযোগী সংগঠন যুবলীগকে সুসংগঠিত হতে হবে
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর রোববার বিকেলে উক্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম তুষার ও সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ ফারুক হোসেন বেপারী।

হুমায়ুন কবির সুমন তাঁর বক্তব্যে বলেন, সদর উপজেলা যুবলীগকে সুসংগঠিত করার জন্যে আমরা আজকে মাঠে নেমেছি। আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকারকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। বিগত সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঠে শক্তভাবে থাকায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। যেখানে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করবে সেখানে আমরা প্রতিহত করতে সকলে ঝাঁপিয়ে পড়বো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের শক্তিশালী সহযোগী সংগঠন যুবলীগ। যুবলীগকে সুসংগঠিত হতে হবে। যুবলীগের অনেক সোনালি অতীত রয়েছে। যুবলীগের নেতা-কর্মীরা মাঠ পর্যায়ে দলকে অনেক সফলতা এনে দিয়েছে। সদর উপজেলা যুবলীগ সাংগঠনিকভাবে অনেক সুসংগঠিত। কাজেই বিএনপি-জামাত জোট আন্দোলনের নামে চাঁদপুর সদর উপজেলায় কোনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করলে তাদেরকে প্রতিহত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী প্রমুখ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী।

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ আখতারুজ্জামান পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফিরোজা বেগম, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম মাল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি, রুবেল কারী, সদস্য সায়েদুর রহমান পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজন পাটোয়ারী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম, ৯নং ওয়ার্ড যুবলীগের মোঃ জহির হাজী, সাধারণ সম্পাদক তানজিল পাঠান, ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জসিম হাওলাদার, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়