বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন
শামীম হাসান ॥

ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং (দঃ) ইউনিয়নস্থ কালির বাজারের সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠন’-এর ২০২২-২০২৩ মেয়াদের জন্যে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জিল্লুর রহমান অভ্রকে সভাপতি ও মোঃ রাকিবুল হাসান অভিকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সংগঠনের সদস্য ও সংগঠনের উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদের সদস্য জনতা ব্যাংক ফরিদগঞ্জ শাখার মোঃ রফিকুল ইসলাম, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদগঞ্জ (দঃ)-এর সভাপতি মোঃ তুহিন রায়হানের স্বাক্ষরিত প্যাডে আগামী ১ বছরের জন্যে উক্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

আগামী এক বছরের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে অন্য যারা রয়েছেন, তারা হচ্ছেন : সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম নিশু, সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ, জাহিদ হাসান রুদ্র, নুরে আলম রিমন ও তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজম খান, মামুন হোসেন ও গোলাম রাব্বি খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক-সানজিদ পাটোয়ারী, প্রচার সম্পাদক-পারভেজ হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ হাসান রাফি ও আরিয়ান গাজী, অর্থ সম্পাদক রাসেদ হোসেন, সহ-অর্থ সম্পাদক মাইনুদ্দিন, দপ্তর সম্পাদক সাব্বির আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মানিক মৃধা, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম অপি পাটোয়ারী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ হৃদয় খান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ফারুক হোসেন পারভেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নিশান সরকার, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম ফয়সাল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন মোহেব্বী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আফসার আহমেদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ আনসার আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সোয়েব হোসেন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাজনীন আক্তার নিশা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মোঃ রাসেল আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ওসমান শুভ্র, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসিফ হোসেন কাউসার; নির্বাহী সদস্য-মোঃ জহিরুল ইসলাম, বিপুল মৃধা, তানজির আহমেদ মোঃ জাইসুল খান ও মোঃ ফজলে রাব্বি।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই প্রতিনিধিকে জানান, সংগঠনের সাফল্যধারা অব্যাহত রেখে আগামীতে ঐক্যবদ্ধ শক্তিকে আরো বিকশিত করে সকলের সহযোগিতার মাধ্যমে সমাজ উন্নয়নে অবদান রাখতে চাই। 'দশের লাঠি একের বোঝা' এই কথায় বিশ্বাস রেখে আগামী দিনগুলোতে আমরা এগিয়ে যেতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে এক টুকরো হাসি ফুটিয়ে একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ গঠনে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে উভয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, জুলাই ২০২০ সালে চাঁদপুর জেলার ১৪ নং ফরিদগঞ্জ (দঃ) ইউনিয়নের কালির বাজারে সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে। সংগঠনটির সকল কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় এবং সকলের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে।

সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য দেওয়ান মোঃ রিয়াদ হোসেন বলেন, ‘জয় হোক মানবতার, এগিয়ে যাক স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন’ এমন স্লোগানকে সামনে রেখে সকলের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে একদিন আমরা আমাদের স্বপ্ন পূরণে জয়ী হবো বলে প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়