প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বৃহস্পতিবার সারাদেশের ন্যায় হাজীগঞ্জেও এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জে এসএসসি ৯, দাখিল ৩ ও ভোকেশনাল ১ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসএসসির প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জে এসএসসির ৯টি কেন্দ্রে ৩৬৬২ জন অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেয় ৩৬০৪ জন পরীক্ষার্থী। দাখিলের ৩টি কেন্দ্রে ১০২৪ জন অংশগ্রহণ করার কথা থাকলেও ১০০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও ভোকেশনালে ৩৬৩ জনের মধ্যে ৩৫৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।