শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শাহতলীতে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) ১ম ধাপের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়েছে।

গতকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় বিদ্যালয় মিলানয়তনে চাঁদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। আজকে তোমরা আনসার ভিডিপির যে প্রশিক্ষণ গ্রহণ করেছ, এটা দিয়ে সরকারি চাকুরিতে ১০ ভাগ কোটা সুবিধা পাবে। আমি ধন্যবাদ জানাই জেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা আনসার কর্মকর্তাকে শাহতলীতে এ প্রশিক্ষণের আয়োজন করায়। তোমরা প্রশিক্ষণ নিতে পেরেছ। এ প্রশিক্ষণের মাধ্যমে এ এলাকার ছেলেমেয়েরা উপকৃত হবে। তোমাদের ভবিষ্যৎ জীবনে এ সার্টিফিকেট কাজে লাগবে। তোমাদের এ প্রশিক্ষণের মাধ্যমে যাতে সমাজের উন্নয়ন হয় সে লক্ষ্যে নিজেদের গড়ে তুলেতে হবে।

তিনি বলেন, এ বিদ্যালয়সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের এমএলএসএস স্টাফদের মাধ্যমে একটি নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। তোমরা যেহেতু আনসারের প্রশিক্ষণ নিয়েছ, আশা রাখি তোমরাও ইভটিজিং, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও ছাত্র-ছাত্রীকে যেন কেউ হয়রানি না করতে পারে তার জন্যে কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম পাঠান। আনসার ভিডিপি প্রশিক্ষক রাজিয়া সুলতানা ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে শিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দসহ অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়