প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![কচুয়া প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময়](/assets/news_photos/2022/09/15/image-23362.jpg)
কচুয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্বরোডস্থ রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সভাপতি আবুল হোসেন, আলমগীর তালুকদার, রাকিবুল হাসান, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, বাংলাদেশ শিক্ষক সমিতি কচুয়া শাখার সিনিয়র সহ-সভাপতি আবু মুছা, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান ও মোতালেব, দপ্তর সম্পাদক উজ্জ্বল কৃষ্ণ মজুমদার, কাদলা ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মোঃ মফিজুল ইসলাম, কচুয়া উত্তর ইউনিয়ন শিক্ষক সমিতি সভাপতি মোফাজ্জল হোসেন ও পরানপুর সপ্রাবির প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ। সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষকদের কল্যাণে নেয়া কর্মসূচি সমূহ উপস্থাপন করেন। সমিতির এ কার্যক্রমে সমিতির নেতৃবৃন্দ সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।