প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং ব্যবসায়ীদের আলোচনা সভায় নেয়া সিদ্ধান্তের আলোকে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসা বাজার ব্যবসায়ীদের চলমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কাউছারুল আলম কামরুল নিজের নির্বাহী ক্ষমতাবলে লিখিত আকারে এ নিদের্শনা জারি করেন। বিষয়টি তিনি নিশ্চিত করে জানান, আহ্বায়ক কমিটির মেয়াদ ইতিপূর্বে শেষ হয়ে যাওয়ায় নতুন করে কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই আলোকে গত ২ সেপ্টেম্বর রূপসা পশ্চিম বাজারে বাজার ব্যবাসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান হিসেবে আমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল কাদের মিলন চৌধুরী, ব্যবসায়ী আমির হোসেন, মাহবুবুর রহমান গাজী, মাইনউদ্দিন শরীফ, মঞ্জুর হোসেন, হাবিবুর রহমান, মোঃ হোসেন পাটওয়ারী, তোফায়েল আহমেদ, লোকমান হোসেন, শাহআলম এবং ইউপি সচিব গোলাম মোস্তফাসহ বাজারের ব্যবসায়ীগণ। সভায় সকল ব্যবসায়ী বাজার ব্যবসায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের দাবি জানান। সেই অনুযায়ী চলমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে আগামী ক’দিনের মধ্যে নির্বাচন পূর্ব পর্যন্ত একটি কমিটি ঘোষণা করা হবে। পরবর্তীতে নির্বাচন পরিচালনার জন্যে কমিটিও করে দেয়া হবে।