বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন মনোনীত
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম মনোনীত করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে এক জরুরি সভায় নিয়োগ কমিটির সুপারিশক্রমে ইমাম পদে মোঃ মাকছুদুল আমিন, মুয়াজ্জিন পদে ওমর ফারুক এবং খাদিম পদে মোঃ মাইনুদ্দিন ও মোঃ রাসেল মাহমুদকে মনোনীত করা হয়।

সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগের নিমিত্তে স্মারক নং-০৫.২০১৩৮৫.০০০.০৫.১১.২০২২, তারিখ : ৩০/০৬/২০২২ খ্রিঃ মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই পূর্বক বিগত ২০/০৭/২০২২ তারিখে নিয়োগ কমিটি কর্তৃক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। ৩০/০৮/২০২২ তারিখে মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করত প্রার্থীগণকে তাদের নামের পাশে উল্লেখিত পদে নিয়োগ কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইমাম পদে মনোনীত হয়েছেন ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোঁয়া গ্রামের মাওলানা খাজা আহমেদের ছেলে মোঃ মাকছুদুল আমিন। তিনি ২০১৭ সালে ইমাম প্রশিক্ষণ একাডেমি কর্তৃক আয়জিত ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং ২০১৯-২০ সারা দেশের ইমাম পরীক্ষায় শ্রেষ্ঠ ইমাম তালিকায় ৬ষ্ঠ, বিভাগীয় পর্যায়ে ৩য় এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। মাকছুদুল আমিন অনার্স (আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ) ও কামিল (ফিকহ) বিভাগ ঢাকা আলিয়া থেকে ¯œাতক ডিগ্রি অর্জন করেন।

মাওলানা মাকছুদুল আমিনের বাবা মাওলানা খাজা আহমেদ ফরিদগঞ্জ পশ্চিম পোঁয়া আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি জমিয়াতুল মোদার্রেছীন ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সম্পাদক ছিলেন এবং বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ-এর ফরিদগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০২০ সালে ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়