প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম তাজুল ইসলাম তাজু হাজীর বড় পুত্রবধূ এবং চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক ও চাঁদপুর অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক পুরাণবাজার আজমিরী রাইস মিলের মালিক মোঃ মাইনুল ইসলাম কিশোরের স্ত্রী সানজিদা বেগম সোমা আর বেঁচে নেই। তিনি ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। দীর্ঘদিন তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। হঠাৎ তার সুগার নীল হয়ে যাওয়ায় এবং রক্তশূন্যতা দেখা দেয়ায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্মরত চিকিৎসক ডাঃ অনিমেশ তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪২ বছর। প্রিয়ম ও বাঁধন নামে তার দুটি ছেলে সন্তান রয়েছে।
ব্যবসায়ী মাইনুল ইসলাম কিশোরের স্ত্রীর মৃত্যুর খবর শুনে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষসহ ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও অনেক শুভাকাক্সক্ষী ছুটে যান হাসপাতালে। উপস্থিত সবাই তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শুক্রবার সকাল ১০টায় মরহুমার জানাজার নামাজ পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় মাইনুল ইসলাম কিশোরের বড় ভগ্নিপতি সাবেক সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশিষ্টজন এবং আত্মীয়-স্বজনসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে চৌধুরীবাড়ি সংলগ্ন তাজু হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।