প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)-এর আয়োজনে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে নাগরিক ভাবনা শীর্ষক ‘গোলটেবিল বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সকালে চাঁদপুর প্রেসক্লাবের এলিট চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে প্রধান আলোচক ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর সভাপতি মুনীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারীর সঞ্চালনায় এ গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন অধ্যাপিকা মাসুদা নূর খান, অ্যাডঃ মনিরা চৌধুরী, অ্যাডঃ বদরুল আমিন, ফয়সাল আহমেদ বাহারসহ আরো অনেকে।