প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![বাকিলায় জেলা পরিষদের সদস্য প্রার্থী হাজী জসিমের মতবিনিময়](/assets/news_photos/2022/09/09/image-23103.jpg)
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলনের সভাপ্রধানে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা নাজমুল আহসান নয়ন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ। ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রেহানা আক্তার, মাহমুদা আক্তার, নার্গিস আক্তার, দুলাল, মাসুম বিল্লাহ্, ইয়াছিন শেখ, রবিউল আলম, মোঃ হাবিব, মানিক মিয়া, শাহজাহান, আবুল বাসার ও বিল্লাল গাজী।
মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতা মিলন হোসেন, আব্দুল খালেক হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।