বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে চাঁদপুর শহরে জেলা যুবদলের শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালোব্যাজ ধারণ এবং কালো পতাকা হাতে নিয়ে শোক র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল।

গতকাল ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাজী নূরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের নেতৃত্বে জেলা যুবদল নেতা-কর্মীদের নিয়ে শহরের শপথ চত্বর থেকে শোক র‌্যালি বের করা হয়।

শোক র‌্যালি থেকে যুবদলের নেতা-কর্মীরা শাওন হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে । সেই সাথে গৃহবন্দী খালেদা জিয়ার মুক্তি দাবিতেও শ্লোগান দেয়।

মিছিল শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি মোস্তফা বন্ধুকশী, সরোয়ার গাজী, শাহজাহান কবির খোকা, যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, জসিম উদ্দিন মাতাব্বর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার প্রমুখ।

যুবদল নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে যুবদল নেতা শাওনকে হত্যা করেছে। হামলা-মামলা ও হত্যা করে যুবদলের নেতা-কর্মীদের রাজপথ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়