প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমীর জার্সি উন্মোচন করা হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এ জার্সি উম্মোচন করা হয়।
টুর্নামেন্টের ১৪তম ম্যাচে আজ ৯ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমী খেলবে ঢাকা ১০-১২ স্পোর্টস একাডেমী দলের সাথে।
গতকাল ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে জার্সি উন্মোচন করেন চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমীর কর্ণধার ও প্রতিষ্ঠাতা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক ও ক্রীড়া সংগঠক শেখ আব্দুল মোতালেব, একাডেমির কর্মকর্তা ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা, রেইনবো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহসীন ভূঁইয়া, একাডেমির কোচ মোশারফ বাবু, দলের অধিনায়ক রাফসান জানি, কর্মকর্তা ফজলে রাব্বী, জিসান, মাসুদসহ খেলোয়াড়গণ।