প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![আল্লাহর গুণবাচক ৯৯ নাম মুখস্থ করার পুরস্কার পেলো নুরুন নাহার](/assets/news_photos/2022/09/09/image-23099.jpg)
দৈনন্দিন নিয়মিত পাঠদানের পাশাপাশি সাধারণ জ্ঞান, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতাসহ নানান প্রতিভা রয়েছে সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ইতিমধ্যে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম মুখস্থ করে প্রশংসিত হয়েছেন নুরুন নাহার। বিদ্যালয় থেকে পবিত্র কোরআন শরীফ দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল আজিজ তাকে পুরস্কার তুলে দেন।
বিদ্যালয়ে নবম শ্রেণির শ্রেণি শিক্ষক মুহাম্মদ আহসান উদ্দিনের উদ্যোগে মহান আল্লাহর গুণবাচক ৯৯টি নাম মুখস্থ করার প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ছেড়ে দেয়া হয় এবং সময় বেঁধে দেয়া হয় ১৫দিন। উক্ত সময়ের মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী নুরুন নাহার আল্লাহর ৯৯টি নাম মুখস্থ বলতে সক্ষম হয়। ফলে তাকে ওই শ্রেণি শিক্ষকের দেয়া প্রতিশ্রুতি হিসেবে নিজ অর্থায়নে একটি পবিত্র কুরআন শরীফ উপহার দেয়া হয়।
জান্নাত আক্তার ও মারিয়া আক্তার আল্লাহর ৯৯টি নাম মুখস্থ না বলতে পারলেও তারা খুব খুশি। তারা জানান, আল্লাহর ৯৯ নাম কখনো পড়েনি। শ্রেণি শিক্ষক আহসান স্যার পুরস্কার দেবেন বলে আমরা মুখস্থ করার চেষ্টা করছি। ইশরাত জাহান জানান, পুরস্কার পাই আর না পাই সেটা বিষয় নয়। আমরা যে আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করতে গিয়ে ভালো সময় পার করছি-এটাতে বেশি আনন্দ পেয়েছি।
প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর শ্রেণী শিক্ষক মুহাম্মদ আহসান উদ্দিন শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন। ইতোমধ্যে আল্লাহর ৯৯ নাম মুখস্থ করে নুরুন নাহার বেশ প্রশংসিত হয়েছে।