প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![কক্সবাজার ক্রিকেটার্স ও থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুরের জয়লাভ](/assets/news_photos/2022/09/09/image-23098.jpg)
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম ও থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর জয়লাভ করেছে। থ্রি কুইন্সের হয়ে সেঞ্চুরি করেছেন দলের অলরাউন্ডার ফজলে রাব্বি।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালের ম্যাচে রায়পুর ক্রিকেট একাডেমীর সাথে কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম ও বিকেলে চট্টগ্রাম লায়ন্সের সাথে থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর জয়লাভ করে।
চাঁদপুর স্টেডিয়ামে চলমান টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রয়েছে স্টার লাইভ, চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ১৪ ও ১৫ তম ম্যাচের খেলাগুলো।
বৃহস্পতিবার সকালের ম্যাচে প্রথমে ব্যাট করে রায়পুর ক্রিকেট একাডেমী। তারা নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৬৬ রান করে।
কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম ৬৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৫ উইকেটে ৬৯ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে।
দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে চাঁদপুর থ্রি কুইন্স ওয়ারিয়র্স ও চট্টগ্রাম লায়ন্স। টসে জয়লাভ করে চট্টগ্রাম লায়ন্স চাঁদপুরের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। থ্রি কুইন্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রান করেন ফজলে রাব্বি।
চট্টগ্রাম লায়ন্স ২২০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। দলটি ৪৫ রান করতে গিয়েই সবকটি উইকেট হারিয়ে ফেলে। বল হাতে থ্রি কুইন্সের ফজলে রাব্বি ৮ রানে ৩টি উইকেট লাভ করেন।
খেলা শেষে প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। থ্রি কুইন্সের ফজলে রাব্বিকে প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হুমায়ূন কবির মোল্লা। উপস্থিত ছিলেন ম্যাচ রেফারী শামিম ফারুকী, সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম সুমনসহ অন্যরা।