বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

পরিত্যক্ত ভবনে চলছে ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম
সোহাঈদ খান জিয়া ॥

পরিত্যক্ত ভবনে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলে আসছে। বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন হতে সুনামের সাথে চলে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ২শ’ ছাত্র-ছাত্রী রয়েছে। প্রধান শিক্ষিকাসহ ৯ জন শিক্ষক পাঠদান করছেন। স্কুলে একজন চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা ২০০৭ সাল থেকে এ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তিনিসহ সকল শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি এ গ্রেডে উন্নীত হয়েছে উল্লেখ করে বলেন, ২০০৯ সাল থেকে ৫ টি বৃত্তি পেয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণ করে আসছে। বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে সুনামের সাথে চলে আসছে। বিদ্যালয়ের পাশে রয়েছে ২টি কিন্ডারগার্টেন, ১টি আলিয়া মাদ্রাসা, মসজিদভিত্তিক বিদ্যালয় ও ২টি দরবার শরীফ।

বিদ্যালয়ের অফিস কক্ষসহ শ্রেণি কক্ষগুলো সুসজ্জিত করে সাজানো হয়েছে। এখানে রয়েছে বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল কর্নার, মুক্তিযোদ্ধা বিষয়ক কর্নার, মহানুভবতার দেয়াল ইত্যাদি। রয়েছে খেলার সামগ্রী। শ্রেণিকক্ষ সঙ্কট থাকায় বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ৩টি কক্ষে শিক্ষা কার্যক্রম চলে আসছে। আর এ ভবনের ছাদ চুঁয়ে পানি পড়ার কারণে টিনের চালে কাগজ বেঁধে রাখা হয়, যাতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের গায়ে বৃষ্টির পানি না পড়ে। বিদ্যালয়ের পুরো সম্পত্তি দখলে নেই। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বলেন, বিদ্যালয়টিকে আমি শিশুবান্ধব করে সাজাতে চাই। আমার পাশে ২টি কিন্ডারগার্টেন, মসজিদভিত্তিক বিদ্যালয়, হাফেজিয়া মাদ্রাসা ও ১ টি আলিয়া মাদ্রাসা রয়েছে। আমার পাশের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও আমার বিদ্যালয়ে আসে, বাচ্চাদেরকে মানসম্মতভাবে গড়ে তোলার চেষ্টা করি, সচেতন অভিভাবকদের বাচ্চারা যাতে এখানে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়