বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তি উপজেলার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের মুখোমুখির ঘটনায় মঙ্গলবার দুপুরে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরি বৈঠকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ বিদ্যালয় থেকে ছুটি নিয়েছেন। তবে কত দিনের ছুটি তা জানা যায়নি।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরীকে প্রধান করে সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ফরিদ উদ্দিনসহ তিন সদস্যের কমিটিকে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়। এতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিঃ মোঃ মুকবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ক’দিন ধরে বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে শপথবাক্য ও নানা প্রসঙ্গ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। পরে সোমবার শিক্ষার্থীরা আন্দোলনে নামলে উদ্ভুত পরিস্থিতিতে প্রধান শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের কাউন্সেলিং করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়