প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আসাদুল ইসলাম (২৪)কে আটক করা হয়েছে। সোমবার ৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ হাওলাদার জামে মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী আসাদুল ইসলাম (২৪), পিতা-মোঃ কামাল দফাদার, মাতা-ফিরোজা বেগম, স্থায়ী সাং- ডেপসাবুনিয়া, ৩নং বালিপাড়া ইউনিয়ন, থানা-ইন্দুরকানী, জেলা-পিরোজপুরকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
আরো জানা যায়, এ মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।