শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতার ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ওয়েবিনার
অনলাইন ডেস্ক

মেঘনাপাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অংশ হিসেবে ৩০ আগস্ট বিকেল তিনটায় ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শেখ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ১৫ আগস্ট পরবর্তী বাঙালির চেতনায় বঙ্গবন্ধু : একটি পর্যালোচনা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। বাংলা বিভাগের প্রভাষক ফাতেমা আক্তারের সঞ্চালনায় ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন।

ওয়েবিনারে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে তাঁর দেখানো পথেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করি, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ নিবে।’ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, বঙ্গবন্ধুর দৈহিক মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তাঁর আদর্শের মৃত্যু হয়নি। মৃত্যুই তাঁকে অবিনশ্বরই বানিয়েছে, পরিণত করেছে মহানায়কে। তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েই। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের হৃদয়ের থাকবেন। তিনি জীবনের ৪৬৮২টি দিন কারাগারে ছিলেন। এদেশের মানুষের মুক্তিই ছিলো তাঁর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। ওয়েবিনার আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ওয়েবিনারে সংযুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়