প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড ও মেথা রোডের সংযোগস্থল পৌরসভার পুরাতন ব্রিজটি এখন যানবাহন পারাপারের জন্যে খুবই ঝুঁকিপূর্ণ। বুধবার দুপুরে বিএনপি অফিস সংলগ্ন এ ব্রিজের ভাঙ্গা রেলিং দিয়ে দ্রুত গতির একটি অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে অসাবধানতাবশত উল্টে খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় গাড়ির চালক আহত হয়।
প্রতিদিনই এই ব্রিজটি দিয়ে চাঁদপুর শহরের ভারী যানবাহন চলাচলের সময় সেখানে গাড়ির জট লেগেই থাকে। এ বিষয়টির প্রতি পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। তারা ব্রিজটি নতুন করে প্রশস্ত করে নির্মাণের দাবি জানান।
যেহেতু পুরাণবাজার-নতুনবাজার সংযোগ সেতুর ওপর দিয়ে ব্যবসায়ীদের মালামাল নিয়ে ভারী ট্রাক ও অন্য গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করে থাকে, সেহেতু এখানে ব্রিজটি প্রশস্ত বা নূতন করে নির্মাণের অনিবার্যতা রয়েছে বলে সকলে মনে করেন।