বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ০০:০০

আশিকাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার ॥

জ্বালানি সংকট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির নির্দেশনায় গতকাল ২২ আগস্ট সোমবার বিকেলে আশিকাটির গাবতলি থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মতলব রোডের মাথায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ ইউসুফ মিন্টু মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ হোসেন রিপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান।

আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ তাফাজ্জল হোসেন, জেলা কৃষকদের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত, সামছুল আলম সূর্য, আরেফিন খান, অলি আহমেদ চৌধুরী, থানা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, সৈয়দ হোসেন গাজী, জুলহাস আহমেদ, হাসান আল রিয়াদ, মহসিন খান, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার খান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশিদ সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান বারী, সাধারণ সম্পাদক মমিন খান, থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোঃ হাবিব, যুগ্ম আহ্বায়ক আল আমিন মাঝি, সোহাগ খান, আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল, সাধারণ সম্পাদক মেহেদী পাটওয়ারীসহ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়