প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০
গত ২১ আগস্ট ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চেঙ্গাতলী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আছর নামাজের পর সদ্যপ্রয়াত হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ মোজাম্মেল হক চৌধুরী মোহনের স্মরণে ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, মিলাদ, দোয়া ও তবররুক বিতরণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক এম.এ. রহিম পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মোঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম.এ. নাফের শাহ, কৃষি বিষয়ক সম্পাদক আঃ গফুর পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রধানীয়া, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজি, যুগ্ম সম্পাদক জিসান আহমেদ মুরাদ, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, সাবেক ছাত্র নেতা মোঃ শাহাজাহান মিয়া, যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন, মোঃ জুলহাস মিয়া, শাহ আলম প্রধানীয়া, যুবনেতা বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক কাজী সুমনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগণ।