বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০

মতলব উত্তরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও ম্যানেজিং কমিটির সদস্যকে হুমকির প্রতিবাদে মানববন্ধন
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেছে শাকিল নামে এক বখাটে। এ ঘটনার সুষ্ঠু বিচারের পক্ষে কথা বলায় ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন খানকেও হুমকি দিয়েছে স্বপন নামের এক ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করেছে নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহআলম, সহকারী প্রধান শিক্ষক স্নেহালতা, ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন খান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমরা প্রতিদিন স্কুলে আসা-যাওয়া করি। এভাবে ইভটিজিং ও মারধরের ঘটনা হলে কীভাবে আসা যাওয়া করবো। এটি খুবই খারাপ ও লজ্জাজনক ঘটনা। আমরা ইভটিজিংয়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ঘটনাটি সুষ্ঠুভাবে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।

ম্যানেজিং কমিটির সদস্যরা বলেন, আজকে আমরা কোথায় আছি। ইভটিজিংয়ের বিরুদ্ধে কথা বলায় আমাদেরকে মারতে আসে, হুমকি-ধমকি দেয়। সরকার যেখানে মাদক ইভটিজিংয়ের ব্যাপারে জিরো টলারেন্স, সেখানে এতো সাহস পায় কোথায়। তাদের এই আচরণে আমরা প্রতিবাদ ও নিন্দা জানাই। সদস্য মনির হোসেন খান বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যুবলীগের স্বপন মল্লিক আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহআলম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলছাত্রীর উপর এ ধরনের ঘটনা মেনে নেয়ার মতো না। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, আমরা দ্রুত উপজেলা প্রশাসন ও থানা পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় যাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়