বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০

জহিরাবাদ ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে নতুন ভোটার সংযোজন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০ আগস্ট শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম মিয়া। এ ছাড়াও সকল ইউপি সদস্য হালনাগাদ কার্যক্রমে সহযোগিতা করেন।

ইউপি চেয়ারম্যান গাজী সেলিম মিয়া বলেন, জহিরাবাদ ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। নতুন ভোটার হতে পেরে আনন্দিত তরুণরা।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন বলেন, জহিরাবাদ ইউনিয়নে এ বছর প্রায় ৮শ’ নতুন ভোটার হওয়ার টার্গেট রয়েছে। হালনাগাদ কার্যক্রমে সকলেই সহযোগিতা করছেন।

এ সময় এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়