প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০০:০০
সুরিয়া আক্তার। বয়স আনুমানিক ৬ বছর। সে নতুন বাজার আহম্মদীয়া মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। সুরিয়া গত ২৪ জুলাই ২০২২ সকাল ৯টায় মাদ্রাসায় যায়। ওইদিন দুপুর ১২টায় মাদ্রাসা ছুটি হওয়ার পর সে বাসায় ফিরে আসে নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো কামিজ ও সালওয়ার। তার উচ্চতা ৩ফুট ৫ ইঞ্চি প্রায়। গায়ের রং ফর্সা। মুখমণ্ডল গোলাকার। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় জিডি করা হয়েছে। যার নং ১৩০৯, তারিখ ২০.০৮.২০২২। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সন্ধানপ্রার্থী : আব্দুম মহিম, ১১ নং ওয়ার্ড, উত্তর গুণরাজদী খলিফা বাড়ি, চাঁদপুর।
মোবাইল নং : ০১৯৩০৯২০৯৫৫।