প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দুটি মামলা খারিজ করে দিয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। এতে ফরিদগঞ্জের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে খুশির জোয়ার বইছে।
এ বিষয়ে সাবেক সাংসদ শামসুল হক ভূঁইয়া বলেন, দুদকে আমার বিরুদ্ধে সবই বেইজলেস (ভিত্তিহীন) অভিযোগ হয়েছে। যার কোনো সত্যতা নেই। কেউ যদি দুদকে কোনো অভিযোগ করেন, তাদের উচিত প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা যাচাই করা এবং এভাবে ব্যক্তি ইঙ্গিতে হয়রানি ও মানহানি না করা।