বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০০:০০

ঘিলাতলী ফাযিল মাদ্রাসার নবগঠিত গভর্নিংবডির প্রথম সভা
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী ফাযিল মাদ্রাসার নবগঠিত গভর্নিংবডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল বাশারের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মাওঃ মুহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার নবগঠিত গভর্নিংবডির সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্জ্ব মোঃ জাকির হোসেন পাটোয়ারী। বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য মোঃ বজলুর রশিদ মজুমদার, মাওঃ মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইয়াসিন কাজী ও অভিভাবক সদস্য মোঃ ওমর ফারুক মজুমদার। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওঃ মোঃ আবুল কাশেম, মাওঃ মোঃ মিজানুর রহমান, মোঃ ইকরাম, মোঃ শাহাজালাল।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওঃ মোঃ গোলাম মাওলা। এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষসহ গভর্নিংবডির সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ঘিলাতলী ফাযিল মাদ্রাসা চাঁদপুর জেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে একটি ছাত্রাবাস অগ্রাধিকার ভিত্তিতে তৈরি করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তিনি এ কাজ বাস্তবায়নে সামর্থ্যবান সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, অতীতের মতো সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা ক্ষেত্রে জেলার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চেষ্টা করবো।

সভার সভাপতি মাওঃ মোঃ আবুল বাশার শিক্ষার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি জানান, চলতি বছরে জাতীয় শিক্ষা সপ্তাহ এবং বিভিন্ন জাতীয় দিবসে রচনা প্রতিযোগিতা, হামদণ্ডনাত ও কেরাত প্রতিযোগিতাসহ বিভিন্ন সহ-শিক্ষা পাঠ্যক্রমে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে অত্র মাদ্রাসার একাধিক শিক্ষার্থী। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করা হয়। সভায় গভর্নিংবডির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়