বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০০:০০

আমেরিকা প্রবাসী মীর রিনাজের সহযোগিতায় এগিয়ে যেতে চায় শাহরাস্তি ক্রিকেট একাডেমী
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আগামী ১ সেপ্টেম্বর থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে বিসিবি কাউন্সিল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। জেলা শহরে জাতীয় ও বিদেশী ক্রিকেটারদের নিয়ে অনেক দলের সমন্বয়ে এই প্রথম বড় ধরনের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট হবে।

আর এ টুর্নামেন্টের শেষ পর্যন্ত শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আমেরিকা প্রবাসী মীর রিনাজের সহযোগিতায় এগিয়ে যেতে চায় শাহরাস্তি ক্রিকেট একাডেমী। দলটিতে সাবেক জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারসহ অনেক তারকা ক্রিকেটার অংশ নিচ্ছে।

বড় বাজেটের ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ অনান্য জেলার ক্রিকেট দলের সাথে চাঁদপুরের শাহরাস্তি ক্রিকেট একাডেমী ও তাদের দল রেখেছে। আর এই একাডেমীর সভাপতি হলেন শাহরাস্তির কৃতী সন্তান আমেরিকা প্রবাসী ও ব্যবসায়ী মীর রিনাজ।

২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে এই একাডেমীর উদ্বোধনও করেন তিনি। এছাড়াও মীর রিনাজ দায়িত্ব পালন করছেন মীর রফিকুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক। একই এলাকায় পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম ও হসপিটালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নিবে ২৪টি দল। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্টার লাইভ, চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। খেলাগুলো সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচার করবে।

শাহরাস্তি এলাকার অনেক জনপ্রতিনিধি ও ক্রীড়ানুরাগীরা জানান, এ একাডেমীকে মীর রিনাজ শুরু থেকেই অনেক সহযোগিতা করছে। চাঁদপুরের এই টুর্নামেন্টে যদি তার সহযোগিতা থাকে তাহলে শাহরাস্তি একাডেমির দলটি ভালো একটি দল নিয়ে মাঠে দর্শকদের খেলা উপহার দিতে পারবে। তারা প্রবাসী মীর রিনাজের সহযোগিতা চাচ্ছেন। একাডেমীর সেক্রেটারী হলেন হাবিবুর রহমান পাটওয়ারী।

দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ঢাকার প্রথম বিভাগ দলের চাঁদপুর জেলা দলের ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু। একাডেমীর সকল কিছুই দায়িত্বের সাথে পালন করছেন। একাডেমির খেলোয়াড়দের নিয়ে অনুশীলন ও বিভিন্ন স্থানে টুর্নামেন্ট ও লীগে অংশ নিচ্ছে তার নেতৃত্বে।

খোঁজ নিয়ে জানা গেছে, দলটিতে খেলার জন্যে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার শামছুর রহমান শুভ, সোহাগ গাজী, কাজী অনিক, মেহেরাব হোসেন, শাকিল, ইউনুসসহ অনেকেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়