প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০
কচুয়ায় রিয়া আক্তার (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে কচুয়া পৌরসভাধীন কোয়া খান বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। কচুয়া থানার এসআই তাজুল ইসলাম জানান, সোমবার সকালে খবর পেয়ে কোয়া খান বাড়ির প্রবাসী শামীম মিয়ার ঘর থেকে মাদ্রাসা ছাত্রী রিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
সরজমিনে গেলে রিয়া আক্তারের মা রিপা বেগম জানান, দুই ছেলে এক মেয়ের মধ্যে রিপা সবার বড়। সে খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। লকডাউনের কারণে বাড়িতে থেকে লেখাপড়া করছিল। রোববার সন্ধ্যায় কে বা কারা তার মোবাইল ফোনে কথা বলে। ফোনে কথা বলার পর সে চিন্তিত হয়ে পড়ে। রাত ৮টার দিকে তার বাবা শামীম মিয়া মালয়েশিয়া থেকে তার সাথে কথা বলে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। খাবারণ্ডদাবার শেষে প্রতিদিনের মত সবাই ঘুমিয়ে পড়ি। রাত দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে রিয়ার কক্ষে গিয়ে দেখি, ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় সে ঝুলে আছে।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, খবর পেয়ে মাদ্রাসা ছাত্রী রিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।