প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সদর থানা এলাকায় একটি বাসায় আটকে রেখে দীর্ঘদিন ধরে এক তরুণীকে জোরপূর্বক যৌনতায় বাধ্য করে আসছিল এক দম্পতি। সর্বশেষ এই অত্যাচার থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বরণ্ড৯৯৯ণ্ডএ ফোন দিয়ে সাহায্য চান ভুক্তভোগী। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার চাঁদপুর শহরের ওয়্যারলেসের নিকটস্থ স্কুলের পাশের একটি ভবন থেকে কান্নাজড়িত কণ্ঠে এক তরুণী (১৮) ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোনে তিনি জানান, তার বাড়ি মতলব থানায়। সাড়ে তিন মাস আগে মাহি ও মাহির স্বামী রিপন তাদের বাসায় কাজের কথা বলে তাকে নিয়ে আসে। কিন্তু তাকে দিয়ে ঘরের কাজের পরিবর্তে জোর করে যৌনতায় বাধ্য করানো হচ্ছিল। এ ধরনের কাজ করতে অস্বীকার করলে তাকে মারধর করা হতো। সে এক খদ্দেরের ফোন থেকে টয়লেটে লুকিয়ে ৯৯৯ণ্ডএ ফোন করে এবং তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়।
আনোয়ার সাত্তার বলেন, চাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। উপণ্ডপরিদর্শক (এসআই) মোঃ রাশেদুজ্জামান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন এবং আটকে রেখে জোরপূর্বক যৌনতায় বাধ্য করার অভিযোগে মাহি আক্তার বর্ষা ওরফে মাকসুদা বেগম মাহি (২৬) ও তার স্বামী রিপন গনিকে আটক করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।