প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ০০:০০
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনির নেতৃত্বে উপজেলা সদরে বিশাল শোক র্যালি অনুষ্ঠিত হয়। শোক র্যালি শেষে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক সুলতানা রাজিয়া দীপু, হালিমা খাতুন, সদস্য পারভীন আক্তার, পাইকপাড়া উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা, সম্পাদক ইয়াছমিন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের সভাপতি নূরজাহান, সম্পাদক রোকেয়া বেগম প্রমুখ। পরে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন। সেখানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি।