প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০
মাছের গায়ে পাখির মত দীর্ঘ দুটি ডানা তাই জেলেরা মাছটির নাম দিয়েছেন ‘পাখি মাছ’। অদ্ভুত এমন মাছ মেঘনার জেলেরা আগে দেখেনি কেউ। তাইতো ২২ কেজি ওজনের মাছটি দেখতে ভিড় জমে মেঘনা পাড়ে।
‘পাখি মাছ’ ধরার ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর জেলার জেলেদের জালে। কমলনগরের জেলেদের জালে বিরল প্রজাতির ধরা পড়া মাছটির পিঠে ৭ ফুট লম্বা দুটি ডানা রয়েছে। ডানা দুটি পিচ্ছিল হলেও তা দেখতে হুবহু পাখির ডানার মত।
২৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় গভীর মেঘনায় ইলিশ ধরার জালে বিরল প্রজাতির মাছটি স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে। রাত ১০টার দিকে কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের জারির দোনা মাছঘাটে মাছটি বিক্রিও করেছেন জেলেরা। লক্ষ্মীপুরের মাছ ব্যবসায়ী গোফরান ২ হাজার ৫শ’ টাকায় মাছটি কিনেন। পরে দাম অনুযায়ী ১০ জন মিলে ভাগ করে নেন বিরল প্রজাতির পাখি মাছটি।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন ও কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছের দাবি, পাখি মাছ নামে কোনো মাছ নেই। মাছের পিঠের দিকে পাখার মতো আছে, সে কারণে এটিকে পাখি মাছ বলেন জেলেরা। এটি মূলত সামুদ্রিক মাছ। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্র থেকে মাছটি মেঘনায় চলে এসেছিল।